Skip to main content

Posts

Showing posts from June, 2019

KTM প্রেমীদের জন্য দুঃসংবাদ, এক মাসের ভেতর দ্বিতীয়বারের জন্য বাড়ল দাম, দেখে নিন আপডেটেড প্রাইস লিস্ট

কেটিএম (KTM)  ইন্ডিয়া কোম্পানি নিজেদের সমস্ত বাইকের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানি এই নতুন ব্রিদ্ধিপ্রাপ্ত মূল্য ধীরে ধীরে প্রয়োগ করতে শুরু করে দিয়েছে। চলতি মাসে কেটিএম ১২৫ ডিউকের দাম ২৫০০ টাকা বেড়েছে, একইভাবে কেটিএম আরসি ৩৯০ এর দাম ৩,২৫৬ টাকা বেড়েছে। নতুন অর্থবছরে বার্ষিক রিভিশনের রূপে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এই মূল্যবৃদ্ধি সম্পর্কে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। এই নিয়ে একই মাসে দ্বিতীয়বারের মতো কেটিএম বাইকের মুল্যবৃদ্ধি ঘটল। এর আগে মার্চ, ২০১৯ এ কোম্পানিটি বাইকের দাম বাড়িয়েছিল। মূল্যবৃদ্ধির পর কেটিএম ১২৫ ডিউকের দাম বেড়ে ১,২৫,২৪৮ টাকা হয়েছে, কেটিএম ২০০ ডিউকের দাম ২,২৫৩ টাকা বেড়ে ১,৬২,২৫৩ টাকা হয়েছে। কেটিএম ৩৯০ ডিউকের দাম ৪,২৫৭ টাকা বেড়ে ২,৪৮,২১২ টাকা হয়েছে। কেটিএম আরসি ২০০ এর দাম ২,২৫২ টাকা বেড়ে ১,৯০,৬৩০ টাকা হয়েছে। বলা হচ্ছে যে, বাইকের দাম বাড়লেও এতে কোন নতুন পরিবর্তন আনা হয়নি। কেটিএম বাইকে এবিএস আগেই দেয়া হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, কেটিএম ভারতের বাজারে দুটো নতুন বাইক লঞ্চ করতে চলেছে, যার মধ্যে একটি কেটিএম ৭৯০ ডিউক এবং অন্যটি কেটিএম ৩৯০ আডভেঞ্চার

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন করিনা কাপুর খান!

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ল্যাকমে ফ্যাশন উইকে নিজের দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে নিলেন করিনা কাপুর খান। বলিউডের ছোটে নবাব সাইফ আলী খান এর স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খান মুম্বাইয়ের ল্যাকমে ফ্যাশন উইকে সাংবাদিকদের জানালেন তাঁর দ্বিতীয় বিয়ের হয়ে গিয়েছে এবং সেই বিয়ে আর কারো সাথে নয়, বরং ল্যাকমে ফ্যাশন উইক পরিবারের সাথে। তিনি আরও জানালেন এই ল্যাকমে ফ্যাশন উইক তাঁর জন্য পরিবারের থেকেও বেশী। এরই প্রেক্ষিতে করিনা কাপুর খান বলেন যে এখানে  ব্র্যান্ড এবং শিল্পী দুজন দুজনের হাত এমন ভাবে ধরে রেখেছে যেন তারা একসাথে এগিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক যেমনটা ঘটে একটি বিয়ের ক্ষেত্রে। এই ব্যাপারে করিনা কাপুর খান আরও বলেছেন, "ল্যাকমে আমাকে ছাড়া অসম্পূর্ণ আর আমিও ল্যাকমে ছাড়া অসম্পূর্ণ। আমি অপেক্ষা করে থাকি যে কখন এই র‍্যাম্পে হাঁটার সুযোগ আসবে। এটি আমার কাছে পরিবারের থেকেও বড় । আমরা একে অপরের হাত ধরে আছে যেমন ব্র্যান্ড এবং শিল্পীরা রেখেছে।" এই ল্যাকমে ফ্যাশন উইকের সাথে করিনা কাপুর খান ছাড়াও রিতেশ দেশমুখ, অর্জুন রামপাল এবং বলিপাড়ার আরও অনেক বড় বড় মুখ যুক

SIP -তে প্রতি পাঁচ বছরে দ্বিগুণ হবে আপনার টাকা, মাসিক ৫,০০০ টাকা বিনিয়োগে তৈরী হবে ৩ কোটির ফান্ড

আপনি যদি 'সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান' (SIP)  এর মাধ্যমে মাসে ৫,০০০ টাকা জমা করে থাকেন এবং আপনার বিনিয়োগের উপর বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন পেয়ে থাকেন, তাহলে ৫ বছরে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। আপনি যদি ৩৫ বছর ধরে প্রতিনিয়ত এসআইপি ( SIP) তে বিনিয়োগ চালু রাখেন তাহলে ৩৫ বছর পূর্ণ হতেই আপনার এসআইপি (SIP) তে মোট ৩ কোটি টাকার ফান্ড তৈরী হয়ে যাবে। কম্পাউন্ড এর পাওয়ার (Power of Compound) এর কারণে এরকমটি হবে। কীভাবে কাজ করে কম্পাউন্ড এর পাওয়ার ( Power of Compound)    : কম্পাউন্ড এর মানে হল আপনার বিনিয়োগের দরুণ প্রাপ্ত রিটার্ন আপনার মূল বিনিয়োগের সঙ্গে বছরের পর বছর যুক্ত হতে থাকে এবং বছরের পর বছর আপনার রিটার্ন বৃদ্ধি পেতে থাকে। এর জন্য আপনার টাকা দ্রুত বৃদ্ধি পায়। কম্পাউন্ডিং এর পাওয়ার এর কারণে আপনি মাসিক ৫,০০০ টাকা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) এর মাধ্যমে বিনিয়োগ করে ৩ কোটি টাকার ফান্ড গঠন করতে পারেন। কীভাবে প্রতি ৫ বছরে আপনার ফান্ড দ্বিগুণ হয়ে যাবে : বছর                                                                                      

LIC -র নতুন পলিসি তে এবার ৮% নিশ্চিত রিটার্ন, সাথে আরও অনেক সুবিধা!

জীবন বীমা নিগম (LIC) প্রবর্তন করেছে 'জীবন উমাঙ্গ' নামের নতুন একটি বীমা পলিসি। এতে বছর প্রতি ৮ শতাংশ নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। এছাড়াও পাবেন ১০০ বছর পর্যন্ত বীমা কভার এবং এটি প্রোডাক্ট ইনকাম আর প্রোটেকশনের মিলিত রূপ। বীমা প্ল্যান -এর বিশেষত্ব : -৯০ দিনের শিশু থেকে ৫০ বছর বয়সী যে কোন ব্যক্তি এটি গ্রহণ করতে পারেন।  -যেকোনো Sum Assured  -এর পলিসি নেয়া যাবে, কিন্তু এটি ২৫,০০০ এর গুণিতক হতে হবে।  -প্রিমিয়াম -এর চারটি বিকল্প আছে, এটিকে ১৫,২০,২৫ এবং ৩০ বছর পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার বিকল্পের       সাথে গ্রহণ করা যেতে পারে। বীমা পলিসির USP : এই প্ল্যানে 'বীমা পেইং টার্ম ' শেষ হওয়ার পর থেকে 'অ্যানুয়াল সার্ভাইবাল বেনিফিট' -এর সুবিধা পেতে থাকবেন। এই সুবিধা ৯৯ বছর আয়ু পর্যন্ত পাবেন। এলআইসি -র চেয়ারম্যান বিকে শর্মা বলেছেন পলিসিধারক এর ম্যাচুরিটি -তে এককালীন পেমেন্ট ছাড়াও, তার মৃত্যুর ঘটনায় ম্যাচুরিটি বেনেফিট পাবেন পলিসি বিক্রয়ে শীর্ষস্থান : এলআইসি অর্থবছর ২০১৬-১৭ তে নতুন পলিসি বিক্রয়ের মাধ্যমে ৭৬.০৯ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করেছে। কোম্পানি এর

Mutual Fund: ৫০০ টাকার SIP থেকে হবে ১৬ লাখ টাকার ফান্ড!

মিউচুয়াল ফান্ড (Mutual Fund) - এ বিনিয়োগের মাধ্যমে ভালো সুবিধা লাভ করা যায়। কিন্তু যদি একসাথে বিনিয়োগ করতে সংশয় হয়,  তাহলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (Systematic Investment Plan) তথা সিপ (SIP) -এর মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে। মিউচুয়াল ফান্ড (Mutual Fund) -এ সিপ (SIP) হল ব্যাংক (Bank) এবং পোস্ট অফিস (Post Office) এর আরডি (RD) এর পরিবর্তিত রূপ। এখানে যেকোনো সময় বিনিয়োগ করা যায় , বন্ধ করা যায় কিংবা তুলে নেওয়া যায়। ন্যূনতম বিনিয়োগ এর বিষয়টি নির্ভর করে মিউচুয়াল ফান্ড (Mutual Fund) হাউসের স্কীম এর উপর। সাধারণত মাসে ৫০০ টাকা থেকে এসআইপি (SIP) শুরু হতে পারে, আবার সর্বোচ্চ বিনিয়োগের কোনো নির্দিষ্ট সীমা নেই। সিপ (SIP) এর বিনিয়োগ বৃদ্ধি এভাবে হয় : যদি সিপ (SIP) এর মাধ্যমে কেউ ১০ বছর পর্যন্ত ১০০০ টাকা করে বিনিয়োগ করতে থাকে, তাহলে তা বেড়ে ২.৩৮ লাখ টাকা হতে পারে। যদিও এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ শুধুমাত্র ১.২০ লাখ টাকা। অর্থাৎ, প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ ১০ বছরে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এখানে ধারণা করা হয় মিউচুয়াল ফান্ড (Mutual Fund) এর রিটার্ন ১২ শতা